SWADHAKA এর মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকার মেধা মূল্যায়ন (বৃত্তি) পরীক্ষা অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ঢাকার সর্ববৃহৎ সামাজিক, শিক্ষামূলক ও ছাত্র কল্যাণমূলক প্রতিষ্ঠান “দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকা” এর ২০২৪ সেশনের মেধা মূল্যায়ন পরীক্ষা। 

আজ ২৫/১০/২৪ইং রোজ শুক্রবার রাজধানীর ঐতিহ্যবাহী বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটে সোয়াদ এর মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত কেন্দ্রে সকাল ৯:০০ ঘটিকায় পরীক্ষা আরম্ভ হয়ে সকাল ১১:৩০ ঘটিকায় শেষ হয়।

রাজধানীর শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় আড়াই হাজার শিক্ষার্থী এই মেধা মূল্যায়ন পরীক্ষায় অংশ গ্রহণ করেন।    আগত শিক্ষার্থী, অবিভাবক ও শিক্ষকমন্ডলী এই মেধা মূল্যায়ন পরীক্ষার আয়োজনকে সাধুবাদ জানিয়ে সামনের দিনগুলোতে শিক্ষার্থীদের মেধা, মনন, চিন্তাধারার বিকাশ সাধনে এমন কার্যক্রমে অংশ গ্রহণ ও সহযোগীতা করবেন বলে জানান।

গত আগস্ট মাসের ২৫ তারিখ থেকে অক্টোবর মাসের ২৫ তারিখ পর্যন্ত দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন  মেধা মূল্যায়ন পরীক্ষার (তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থী) রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালিত হয়েছে।

বৃত্তি পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে এসোসিয়েশনের সদস্য সচিব হাফেজ আবু তাহের বলেন, শিক্ষার্থীদের মেধা, মনন, চিন্তাধারা  বিকশিত করার লক্ষ্যে বর্ষপরিক্রমায় দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকা শিক্ষা বৃত্তি, এসএসসি ও এইচএসসি লেভেলে জিপিএ-৫ সংবর্ধনা, তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ, স্বাস্থ্য সচেতনতা, ক্রীড়া, সাহিত্য সংস্কৃতি, বৃক্ষরোপণ, ফ্রি ব্লাড গ্রুপিং, কর্মসংস্থান, মানব উন্নয়ন প্রকল্পের মতো অনেক প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করে তার ৩০তম বর্ষে পদার্পণ করেছে। ১৯৯৪ সালে শুধুমাত্র অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা আয়োজনের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা হয়। সময়ের পরিক্রমায় বর্তমান দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকা নামক বেসরকারি সংগঠনটি প্রতিবছর তৃতীয় থেকে নবম  (এবার দশম) শ্রেণির স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের নিয়ে বৃত্তি প্রকল্প বাস্তবায়ন করে আসছে। বর্তমান রাজধানীর প্রায় সকল স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকে। আজকের শিক্ষার্থীদেরকে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার লক্ষে এমন  বৃত্তি প্রকল্প আয়োজন করার মাধ্যমে উৎসাহ প্রদান করে থাকি। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের সঠিক দিক নির্দেশনা ও পরিচর্যা করতে পারলে তারা শুধু দেশ নয় আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

এ সময় পরিদর্শনে আসেন অবসরপ্রাপ্ত কর্নেল জাকারিয়া, পি এস সি জি বিভাগীয় প্রধান, সাবেক পরিচালক এড. গোলাম কিবরিয়া,সুলতান মাহমুদ রিপন,জুবায়ের হোসেন রাজ ও সদস্য সচিব নওশাদ মাহফুজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *