সিরাতুন্নবী ﷺ উপলক্ষ্যে নাতে রাসুল ﷺ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনে ছাত্রশিবির

সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনের লক্ষ্যে সিরাতুন্নবী ﷺ উপলক্ষ্যে নাতে রাসুল ﷺ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার শহিদ এমদাদুল্লাহ অঞ্চল (মোহাম্মদপুর)।

গতকাল (১৯ সেপ্টেম্বর ২০২৪) বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিকাল পাঁচটায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়।

অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকারী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি এইচএম সালাউদ্দিন মাহমুদ। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও ফাউন্ডেশন সম্পাদক, সাবেক ঢাকা মহানগর পশ্চিম শাখা সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

মহানগর সেক্রেটারি হাফেজ আবু তাহের-এর সমাপনী বক্তব্যের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানটি রাত দশটায় সম্পন্ন হয়। এসময় এলাকার হাজার হাজার জনসাধারণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ, ছাত্রশিবিরের মহানগর ও মোহাম্মদপুর এলাকার সাবেক-বর্তমান ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজধানীর ঐতিহ্যবাহী সন্দীপন শিল্পীগোষ্ঠী, অনুপম শিল্পীগোষ্ঠী, জাগরণ শিল্পীগোষ্ঠী, উচ্চারণ শিল্পীগোষ্ঠী ও স্থানীয় শিল্পীরা ইসলামী সংগীত, দেশাত্মবোধক গান, দ্রোহের গান, কাওয়ালী ও নাটিকা পরিবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *