শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা

এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা 

আজ (১৫ অক্টোবর ২০২৪) মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় আর্কাইভ অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর পশ্চিম শাখার উদ্যোগে এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি এইচএম সালাউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা. সাদেক আব্দুল্লাহ। শাখার অন্যান্য নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. সাদেক আব্দুল্লাহ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের সবার দায়িত্ব, যিনি আমাদের সুস্থ রেখে ভালো ফলাফল অর্জনের সুযোগ দিয়েছেন। কৃতজ্ঞতা প্রকাশের সঠিক উপায় হলো সালাতের মাধ্যমে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানো।”

তিনি আরও বলেন, “ভর্তি পরীক্ষার জন্য যে সময়টুকু রয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের সঠিক ব্যবহারের জন্য পরিকল্পনা করে পড়াশোনায় মনোযোগী হতে হবে। নিয়মিত ইবাদতের পাশাপাশি রুটিন অনুযায়ী পড়াশোনা করলে সফলতা অর্জন সম্ভব।” 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, “আমাদের জীবন পরিকল্পনা এমনভাবে করতে হবে যেন তা আল্লাহর পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। এতে কোনো প্রতিকূলতাই আমাদের ব্যর্থ করতে পারবে না।” এছাড়া তিনি দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান এবং তাদের সফল ভবিষ্যতের জন্য দোয়া করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *