ভয়াবহ বন্য পরিস্থিতিতে রাতেও থেমে নেই বাংলাদেশ নৌবাহিনীর

ফেনীতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্য পরিস্থিতি মোকাবেলায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত কন্টিনজেন্ট। ভারী বর্ষণে পানিবন্দি অসহায় মানুষদের বোটের মাধ্যমে নিরাপদ স্থানে সরিয়ে নিতে ইতোমধ্যে কাজ করে চলছে নৌবাহিনী। পাশাপাশি, প্লাবিত এলাকা সমুহে জানমালের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়ন রয়েছে নৌবাহিনীর ডুবুরি দলও। এছাড়াও নৌবাহিনী চিকিৎসক দল পানিবন্দি এলাকাগুলোতে জরুরি চিকিৎসা সহায়তায় বিশেষ মেডিকেল টিম, জীবন রক্ষাকারী ঔষধ, স্যালাইনসহ ও বিনামূল্যে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছে। উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

বিশুদ্ধ পানির চাহিদা মেটানোর জন্য বন্যা আক্রান্ত এলাকাসমূহে আরো ৭০০০ লিটার জীবন রক্ষাকারী বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করছে বাংলাদেশ নৌবাহিনী।

দেশের বন্যা দুর্গত এলাকাসমূহে দিন-রাত সার্বক্ষণিক অপারেশন পরিচালনা করছে নৌবাহিনীর বিশেষ উদ্ধারকারী দল এবং নৌ-ডুবুরি দল।

বন্যার্তদের সাহায্যের জন্য বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে উদাত্ত আহবান জানাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। আপনাদের যে কোন রকমের সহযোগিতা (অর্থ, খাদ্য, চিকিৎসা) সংগ্রহ করে বন্যার্তদের নিকট পৌঁছে দেয়া হবে। বন্যার্তদের নিকট খাদ্য সামগ্রী প্রেরণের জন্য যানবাহন সহায়তা দিতেও প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের নিম্নোক্ত ব্যাংক হিসেবে আর্থিক সহযোগিতা প্রদান করার জন্য অনুরোধ করা হলো।

Account Number: 01214-02000279
Account Name:
BNFWA Donation Fund.
Sonali Bank PLC, NHQ Branch, Banani, Dhaka.
Branch Routing Number: 200263434

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *