ফারিণের ‘একটি খোলা জানালা’ ৫০ মিনিট দৈর্ঘ্যের একটি শর্টফিল্ম আসছে

জুলাইয়ের মাঝামাঝি সময়ে দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, তখন ওটিটিতে মুক্তির কথা ছিল পরিচালক ভিকি জাহেদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একটি খোলা জানালা’।

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তখন সিনেমার মুক্তি স্থগিত করে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ। অবশেষে আলোর মুখ দেখছে ‘একটি খোলা জানালা’।

তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমাটি দেখা যাবে বুধবার বিকেল থেকে।

ভিকি জাহেদ গ্লিটজকে বলেন, “এই ফিল্মটি নিয়ে আমাদের দীর্ঘ অপেক্ষা ছিল। অবশেষে এটা মুক্তি পেতে যাচ্ছে। এর আগে ১৮ জুলাই মুক্তির কথা থাকলেও দেশের পরিস্থিতির কারণে মুক্তি দেওয়া হয়নি। সিনেমাটি সবাই পছন্দ করবে আশা করি।”

ফেইসবুকে এক ভিডিও বার্তায় অভিনেত্রী ফারিণ বলেছেন,

“৪ সেপ্টেম্বর বিকেল ৩টায় চোখ রাখুন বিঞ্জের পর্দায়। আমাদের নতুন কনটেন্ট ‘একটি খোলা জানালা’ মুক্তি পাচ্ছে।”

জাহেদ বলেন, থ্রিলার এবং হররের মিশ্রণে ‘একটি খোলা জানালা’ ৫০ মিনিটের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও সালহা খানম নাদিয়া।

“দেশের বাইরের একটা ঘটনা থেকে গল্পটা তৈরি করা হয়েছে৷ সেই গল্পকে বাংলাদেশের প্রেক্ষাপটে এনে চিত্রানাট্য তৈরি করা। নারীকেন্দ্রিক চরিত্রের গল্প এটি।”

ফারিণ ও নাদিয়া দুজনকেই নার্সের চরিত্রে দেখা যাবে জানিয়ে পরিচালক বলেন, “এটা দুজন নার্সের গল্প। নারীকেন্দ্রিক গল্পে সবসময় যে রকম চ্যালেঞ্জিং চরিত্র তুলে ধরি এটাও তেমন। দুজনের জন্যেও চরিত্রটা ধারণ করা খুব কঠিন ছিল। এর আগে তারা এই ধরনের চরিত্র করেননি।

ফারিণের সঙ্গে এটাই প্রথম ওটিটি কাজ বলে জানিয়েছেন জাহেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *