পাকিস্তান সিনেটের প্রাক্তন কর্মচারী তৌসিফ শাহজাদকে তার ফেসবুক একাউন্ট থেকে নবী (সা) কে অবমাননাকর পোস্ট করার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার পাঞ্জাব প্রদেশের পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানিয়েছে, বিশোর্ধ তৌসিফ শাহজাদ যার বিরুদ্ধে পাকিস্তান দণ্ডবিধির ২৯৫(সি) ধারায় এবং ১৯৯৭ সালের সন্ত্রাসবিরোধী আইন ৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ২৯৫(সি) ধারায় শেষ নবী হজরত মোহাম্মদ (সা) কে অবমাননার জন্য শাস্তি নির্ধারণ করে।
পাকিস্থানি দণ্ডবিধি অনুযায়ী, এর সর্বনিম্ন শাস্তি হলো বাধ্যতামূলকভাবে যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ১৯৯০ সালে, পাকিস্তানের ফেডারেল শরিয়াহ আদালত রায় অনুসারে মৃত্যুদন্ডই এর একমাত্র শাস্তি৷
এফআইআরের তথ্যমতে, উপ-পরিদর্শক শামসুল হাসান রাত্রিকালীন ডিউটির সময় ফেসবুকে শাহজাদের অ্যাকাউন্ট থেকে আপলোড করা অবমাননাকর পোস্টগুলি দেখতে পান।
উপ-পরিদর্শক হাসানের অভিযোগের ভিত্তিতে সন্দেহ ভাজনের বিরুদ্ধে একটি ধর্ম অবমাননার মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, শাহজাদের স্ত্রী এবং তিন সন্তানকে জনরোষ থেকে রক্ষা করতে তাদের হেফাজতে নেওয়া হয়েছে।
পাকিস্তানে ধর্ম অবমাননার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হলেও প্রায়শই আদালতে মামলা পৌঁছানোর আগেই বিক্ষুব্ধ জনতা কর্তৃক অভিযুক্তদের পিটিয়ে হত্যা করে ফেলার নজির ইতোপূর্বে রয়েছে।