চবিতে সাংবাদিককে মারধর, ছাত্রলীগের ১১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সংবাদ সংগ্রহের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে সাংবাদিক শাহরিয়াজ মোহাম্মদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের ১১ জনের নামে মামলা হয়েছে। বুধবার (০৪ সেপ্টেম্বর) ভুক্তভোগী বাদী হয়ে হাটহাজারী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১০/১৫ জনকে আসামি করা হয়েছে।

আসামিরা হলেন, আইন বিভাগের শিক্ষার্থী খালেদ মাসুদ, বাংলা বিভাগের আকিব জাভেদ, অর্থনীতি বিভাগের এম ফয়সাল প্রকাশ ফয়সাল সরকার, সমাজতত্ত্ব বিভাগের হাসান মাহমুদ, ইতিহাস বিভাগের সৌরভ ভূঁইয়া, আইন বিভাগের ইয়াছিন আরফাত, সমাজতত্ত্ব বিভাগের তানভির আলম তুষার, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মামুন মিয়া, ইতিহাস বিভাগের অনুপ সরকার আকাশ, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাহিন রুবেল ও অর্থনীতি বিভাগের ইসহাক আলম ফরহাদ। তারা সবাই শাখা ছাত্রলীগের বিভিন্ন উপগ্রুপের নেতাকর্মী।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলাটি কোর্টে প্রেরণ করা হয়েছে। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে মামলার তদন্ত হবে।’

আরও পড়ুন: রাবি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মেস মালিকের বিরুদ্ধে মামলা

এর আগে গত ১৯ জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় মারধরের শিকার হন সাংবাদিক শাহরিয়াজ। হামলাকারীরা তার পেছন দিক থেকে এসে মুখ ও মাথায় কাপড় পেঁচিয়ে উপর্যুপরি মারধর করেন। পরে ঘটনাস্থলে থাকা অন্য সাংবাদিকেরা আহত অবস্থায় শাহরিয়াজকে উদ্ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যান।

বাদী শাহরিয়াজ মোহাম্মদ বলেন, ‘দেশের বিরাজমান পরিস্থিতিতে প্রশাসন হল বন্ধ ঘোষণা করার পরও ছাত্রলীগের নেতা কর্মীরা হলে অবস্থান করছিল। এ বিষয়ে খোঁজখবর নিয়ে সংবাদ প্রকাশের প্রস্তুতি নিচ্ছিলাম। সে কারণে তারা ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা করে।’ এ সময় তার সঙ্গে ঘটে যাওয়া ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান শাহরিয়াজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *