সাতক্ষীরা কৃষ্ণনগর জাপার হ্যাটট্রিক জয়

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) হ্যাটট্রিক জয়, এই ইউনিয়নে একই পরিবারে টানা তিনবার তিজন নির্বাচিত হয়েছেন। প্রথম পিতা, তারপর মাতা এবং এবার কন্যা সাফিয়া পারভীন নির্বাচিত হয়েছেন। তিনি দুর্বৃত্তদের হাতে নিহত সাবেক চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেন, কন্যা।

রবিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ, বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন।

এর আগে, সকাল ৮টায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে ২২ হাজার ১০৯ জন ভোটারের মধ্যে ১৬ হাজার ১৫৪ জন ভোট দেন। ঘোষিত ফলাফল অনুযায়ী লাঙল প্রতীকে জাপার প্রার্থী সাফিয়া পারভীন পেয়েছেন ৭  হাজার ২৩৮  ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি সামর্থিত (স্বতন্ত্র) জিএম রবিউল্লাহ বাহার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৮৭৫ ভোট। মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী রওশান কাগুজী ৬৪৩ ভোট। আনারস প্রতিকের সতন্ত্র প্রার্থী আব্দুর রহমান মোল্লা ৬৩৪ ভোট। এছাড়া আওয়ামী লীগের প্রার্থী শ্যামলি রানী বাপ্পি ৩৮৫ ভোট পেয়ে পঞ্চম স্থানে রয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাত পাখা প্রতীক নিয়ে শাহাজান কবীর শানু পেয়েছেন ৮৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী আশানুর রহমান অটোরিকশা প্রতীক নিয়ে ৪০ ভোট পেয়েছেন এবং সতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের নজরুল ইসলাম গাজী ৩৯ ভোট পেয়েছেন।

অপরদিকে, (ইউপি) মেম্বার যারা হয়েছেন তারা হলেন, ১নং ওয়াডে মোহাম্মদ হুসাইন, ২নং ওয়াডে ইউসুফ আলী মাস্টার,  ৩নং ওয়াডে সাইফুল ইসলাম ঢালী, ৪নং ওয়াডে মোহাম্মদ জাবেদ আলী,  ৫নং ওয়াডে মোঃ ফজলু গাজী,  ৬নং মোহাম্মদ নূর হোসেন, ৭নং ওয়াডে মোহাম্মদ জামাল ফারুক,  ৮নং ওয়াডে মোঃ রুহুল কুদ্দুস, এবং ৯নম্বরে মোহাম্মদ আব্দুল গফফার নির্বাচিত হয়েছেন।

সংরক্ষিত মহিলা আসনে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, ১,২,৩ নং ওয়াডে রাসেদা খলিল, ৪,৫,৬, নং ওয়াডে  সাজিদা খাতুন, ৭,৮,৯ নাদিরা পারভীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *