স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে তাকে বহনকারী এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। গার্ড অব অনার দেয় সামরিক বাহিনীর চৌকশ দল।
এখান থেকে যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। শ্রদ্ধা জানাবেন, মুক্তিযুদ্ধে বীর শহীদদের। পরে, ঘুরে দেখবেন বঙ্গবন্ধু জাদুঘর। বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য দেবেন। আগামীকাল যাবেন, গোপালগঞ্জ ও সাতক্ষীরায়।