সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগ

আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে (বিসিএল) নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ আব্দুল মোমেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সংবিধান সংশোধন, ছাত্রলীগের নিষেধাজ্ঞা: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচটি দাবি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের অধীনে গত ১৫ বছরে ছাত্রলীগ হত্যা, ধর্ষণ, নির্যাতন, ছাত্রাবাসে হয়রানি, টেন্ডারবাজিসহ জননিরাপত্তা বিঘ্নিতকারী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত।

উপরন্তু, প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও ছাত্রলীগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্মক ও উসকানিমূলক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার পর্যাপ্ত প্রমাণ রয়েছে।

ফলে অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এর ১৮(১) ধারায় বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *