পরার্থে ফাউন্ডেশনের উদ্যোগে দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে রাজধানীর রুপনগর এলাকার ইস্টার্ন হাউজিং এ প্রায় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরার্থে ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিঃ মোঃ কাউসার আলী। তিনি বলেন, “গত এক সপ্তাহ যাবৎ রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় হাড় কাপানো শীতে কাবু হয়েছে দেশের লাখো মানুষ।করোনাকালীন সময়ে সমাজের শ্রমজীবী মানুষের কাজ না থাকায় তারা শীতের কাপড় ক্রয় করতে অক্ষম হয়ে পড়েছে । তাই পরার্থে ফাউন্ডেশন গত একসপ্তাহ যাবৎ দেশের বিভিন্ন জেলায় শীতের পোশাকসহ ব্যাবহার সামগ্রী বিতরন করে আসছে।
তিনি সমাজের বিত্তবান মানুষকে সুবিধাবঞ্চিত এই সকল মানুষের পাশে আশার আহবান জানান।” অনুষ্ঠানে বিশেষ অথিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিপিডিসি সাবেক চীফ ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান, ফাউন্ডেশনের নির্বাহী সম্পাদক হাসান মোঃ ইউসুফ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ নাসির উদ্দিন, শেখ নুরুন্নবি, মাহফুজুল্লাহ, তানভীর, রাশেদ প্রমুখ।