আগের ম্যাচেই রেকর্ড গড়া ১৯৩ রানের ইনিংস খেলেছিলেন পাক ওপেনার ফখর জামান। আজ যেন সেখান থেকেই শুরু করলেন, দুর্দান্ত ব্যাটিংয়ে হাঁকালেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি।
সেঞ্চুরিয়ানে সিরিজের তৃতীয় ম্যাচে নিজের ৫০তম ম্যাচ খেলতে নামেন ফখর জামান। ইমাম উল হকের সাথে ১১১ রানের দারুণ ওপেনিং জুটি গড়েন এই বাহাতি ব্যাটসম্যান। ইমাম ৫৭ রানে আউট হজলেও ফখর তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১০৪ বলে ১০১ করে আউট হন ফখর জামান। ১০১ রানের এই ইনিংসে ৩ টি ছক্কা ও ৯ টি বাউন্ডারিতে সাজান জামান।
এদিকে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে ৪৯ ও ৫০তম ম্যাচে সেঞ্চুরির অনন্য রেকর্ড গড়েছেন ফখর জামান।