এখনো থামেনি লাশের মিছিল…
বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কারীমুল ইসলামের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে কারীমুল ইসলামের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ। জানাজা শেষে কারিমুলের লাশ দাফনের জন্য গ্রামে নিয়ে যান তার স্বজনরা।
এক প্রেস বিজ্ঞপ্তিতে ইসলামী যুব আন্দোলন জানিয়েছে, মৃত কারীমুল ইসলাম সংগঠনটির হবিগঞ্জের লাখাই উপজেলার লাখাই ইউনিয়নের সদস্য ছিলেন।