তাঁতের সাদা শাড়িতে সাধাসিধে জীবন কাটানো বজ্র কণ্ঠের নারী-দিদি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচেয়ে জনপ্রিয় মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁতের সাদা শাড়িতে সাধাসিধে জীবন কাটানো বজ্র কণ্ঠের নারী। সবার কাছে পরিচিত দিদি নামে।

৭০ এর দশকে কলেজে পড়া অবস্থায় মাত্র ১৫ বছর বয়সে নাম লেখান কংগ্রেসের রাজনীতিতে। অল্প সময়েই হয়ে ওঠেন জনপ্রিয়। ১৯৭৬ থেকে ৮০ সাল পর্যস্ত ছিলেন পশ্চিমবঙ্গ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক। ৮৪তে লোকসভা নির্বাচনে যাদবপুরে বর্ষীয়ান কমিউনিস্ট নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে দেশের সর্বকনিষ্ঠ সাংসদ নির্বাচিত হন।

১৯৯১ সালে লোকসভা নির্বাচনে সাংসদ নির্বাচিত হন কলকাতা দক্ষিণ থেকে। আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

এর ৭ বছর পর ১৯৯৮ সালে কংগ্রেসের সাথে সব সম্পর্ক ছিন্ন করে গঠন করেন সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস। ২০০৯ সালে লোকসভা নির্বাচনে, পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে তৃণমূল একাই জয় পায় ১৯ টিতে।

এর দুবছর পরই পশ্চিমবঙ্গে ৩৪ বছর টানা ক্ষমতায় থাকা বামদলকে হটিয়ে, ক্ষমতায় আসে তৃণমূল। প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী হন মমতা ব্যানার্জী।

এছাড়াও বিভিন্ন সময় দুদফা কেন্দ্রীয় রেলমন্ত্রী, কয়লা মন্ত্রী, মানবসম্পদ উন্নয়ন, যুব, ক্রীড়া, নারী ও শিশুকল্যাণ বিভাগের দায়িত্ব পালন করেন তিনি।

নিম্নমধ্যবিত্ত পরিবারে ১৯৫৫ সালে জন্ম মমতার। সনাতন ধর্মের হলেও পড়াশোনা করেছেন ইসলামের ইতিহাসে। এখনও অবিবাহিত পশ্চিমবঙ্গের প্রথম এই নারী মুখ্যমন্ত্রী।

২৩ বছর আগে মমতা ব্যানার্জির হাতে গড়া সংগঠন তৃণমূল কংগ্রেস টানা তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *